Image description

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, গাজা ইস্যুতে তুরস্কের অবস্থান অত্যন্ত পরিষ্কার ও দৃঢ়। তিনি বলেছেন, আঙ্কারার নীতির মূলেই রয়েছে মানবাধিকার ও মানবিক মূল্যবোধ, যা বিশ্ব শান্তি ও ন্যায়ের জন্য জরুরি।

 

রবিবার (৩১ আগস্ট) চীনের শীর্ষ সংবাদমাধ্যম পিপলস ডেইলি-তে প্রকাশিত “এ শেয়ার্ড পাথ টু পিস অ্যান্ড জাস্টিস” (শান্তি ও ন্যায়ের যৌথ পথ) শিরোনামের প্রবন্ধে এরদোয়ান লিখেছেন, বর্তমান বিশ্ব “অভূতপূর্ব মাত্রা ও জটিলতার সংকটে” নিমজ্জিত। তিনি উল্লেখ করেন, এসব সংকট মোকাবিলা ও নিরপরাধ মানুষের অধিকার রক্ষায় বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা ব্যর্থতার পরিচয় দিয়েছে। তুরস্কের যোগাযোগ দপ্তরের পরিচালক বুরহানেত্তিন দুরান জানান, প্রবন্ধটি রবিবার চীনের সংবাদপত্রে প্রকাশিত হয় এবং তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এনসোশ্যাল (EnSocial)-এও শেয়ার করা হয়।

 

প্রবন্ধে এরদোয়ান গাজায় ইসরায়েলের “হত্যাযজ্ঞ ও দখলদারিত্বের পরিস্থিতি”কে ব্যর্থ আন্তর্জাতিক ব্যবস্থার সবচেয়ে সুস্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন প্রবাহ এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আমাদের প্রচেষ্টা দিন দিন আরও জোরদার হচ্ছে।” তুরস্ক গাজার মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর করা এবং নিরপরাধ মানুষের সুরক্ষার জন্য ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি