Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সহিংসতার আগুন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ক্যাম্পাসের আশেপাশে স্থানীয়দের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সাথে। এই সংঘর্ষের সময় ছাত্রশিবিরের ক্যাডারদের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। সেই মুহূর্তের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ক্যাম্পাসজুড়ে উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে।

 

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের অভিযোগ, শুধু অস্ত্র প্রদর্শনেই থেমে থাকেনি শিবিরের ক্যাডাররা তারা সুযোগ বুঝে এসব অস্ত্র দিয়েই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। অনেক শিক্ষার্থী দৌড়ে আত্মরক্ষা করেন, কেউ কেউ আহতও হয়েছেন বলে জানা গেছে। তবে নির্দিষ্ট সংখ্যায় আহতের তথ্য এখনো পাওয়া যায়নি।

 

এ সময় ঘটনাস্থলে উপস্থিত দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের সাংবাদিক সংঘর্ষের দৃশ্য লাইভ করার চেষ্টা করলে, একাধিক শিবির কর্মী তাকে সরাসরি হুমকি দিয়ে লাইভ বন্ধ করতে বাধ্য করেন। সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে এই ঘটনার পর।

 

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন স্থানীয়দের আড়ালে তবে কী এই গুপ্ত হামলা চালালো শিবির? বিশ্লেষকদের মতে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের সশস্ত্র রাজনীতি দীর্ঘদিন ধরেই চলমান। কিন্তু প্রশাসনের নীরবতা এবং দায়মুক্তির সংস্কৃতির কারণেই আজ তা আরও ভয়াবহ রূপ নিচ্ছে।