Image description

জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের মাত্রা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর অডিও-ভিডিও ছড়িয়ে দেশকে অস্থির করার চেষ্টা চলছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি আরো বাড়াতে যাচ্ছে সরকার। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বলা হয়, যারা ভুয়া ভিডিও তৈরি করছে এবং যেসব আইডি থেকে তা ছড়ানো হচ্ছে, তাদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপূজায় থাকবে কড়া নিরাপত্তা : বৈঠকে আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা জানান, এবারের পূজা অন্যরকম হবে। কারণ জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের চলাচল বেড়ে যাবে।

এতে কোথাও কোথাও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই সারা দেশের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) পূজার নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হবে।

নির্বাচন-পরবর্তী সময়ে বিশ্ব ইজতেমা : বৈঠকে জানানো হয়, সাধারণত জানুয়ারিতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়।

তবে আসন্ন জাতীয় নির্বাচনের কারণে এবার জানুয়ারিতে ইজতেমা আয়োজন কঠিন হতে পারে। এ জন্য নির্বাচন-পরবর্তী সময়েই ইজতেমা আয়োজনে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সড়ক অবরোধে ভোগান্তি

কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে ১২৩টি সংগঠন মোট এক হাজার ৬০৪ বার সড়ক অবরোধ করেছে।

তিনি বলেন, “এ ধরনের অবরোধে অনেক সময় পুলিশ সক্রিয় হলে বলা হয়, ‘পুলিশ বাড়াবাড়ি করছে।

’ যেমন—গতকাল (শনিবার) রাতে আগুন দেওয়া হয়েছিল, কিন্তু আগেই পুলিশ ব্যবস্থা নিলে হয়তো বলা হতো, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে কেন’?”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘ঢাকার একটি কোনায় রাস্তা বন্ধ হলে পুরো শহর বিপর্যস্ত হয়ে পড়ে। তাই সংগঠনগুলোর প্রতি অনুরোধ, তারা যেন রাস্তায় না নেমে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা উন্মুক্ত স্থানে কর্মসূচি পালন করে।’

রাজনৈতিক ঐক্য ও নির্বাচন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, তা ধরে রাখা জরুরি। মতপার্থক্য থাকতেই পারে, তবে গণতন্ত্রের স্বার্থে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য বজায় রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘এই ঐক্যে ফাটল ধরলে সুযোগ নিতে পারে অশুভ শক্তি। তখন বিশৃঙ্খলা তৈরি হতে পারে।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে, তা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও দৃষ্টিভঙ্গির ওপর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে নির্বাচনকালীন নিরাপত্তা বিধানে।’

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।