
বিন ইয়ামিন মোল্লা বলেন, ছাত্রদল কিন্তু ডাকসু নির্বাচনের পক্ষে ছিল না। ভিসির সভাপতিত্বে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন ডাকসু নির্বাচন চান না। আবার তারা শিক্ষার্থীদের ইশতেহার দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, শিক্ষার্থীদের এটাও ভাবা উচিত।
সোমবার দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ এসব কথা বলেন।
ছাত্র অধিকারের ব্যানার ফেস্টুন প্রশাসন সরিয়ে ফেললেও, ছাত্রদল, গনতান্ত্রিক ছাত্র সংসদের ফেস্টুন কিন্তু এখনও টিএসসিতে টানানো রয়েছে।
চিফ রিটার্নিং স্যারকে গতকাল কল দিয়ে জানতে চেয়েছিলাম, ছাত্র সংগঠনের নামে ব্যানার ফেস্টুন করলে কি সেটা আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে না পড়ে , তাহলে আমাকে জানান আমিও ছাত্র অধিকার পরিষদের নামে দীর্ঘ ছয় বছরের ফ্যাসিবাদের দিনলিপি, হামালা, মামলা তুলে ধরে ব্যানার ফেস্টুন করব৷ স্যার গতকালই এটার ব্যাবস্থা নিতে চাইলেও আজও ছাত্রদল, গনতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানার ফেস্টুন এখনও টিএসসিতে আছে।
তিনি আরও বলেন, অতীতেও আমরা দেখেছি কোন একটা আইন করা হলে, সেই আইন সবার ক্ষেত্রে একরকম এবং বিশেষ একটা দলের জন্য আরেকরকম। ঠিক এখনও বিশেষ প্রভাবের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাথা নত করছে বা একটা জায়গায় গিয়ে আর তাদের হাত কাজ করে না। এইভাবে হলে তো এই নির্বাচন কমিশনের উপর আস্থা নিয়ে প্রশ্ন উঠবে।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, একজন নারী প্রার্থী সুফিয়া কামাল হলের শিক্ষার্থী হয়েও রাত ১:১৩ মিনিটের দিকে রোকেয়া হলে গিয়ে প্রচারণা চালাচ্ছেন।
অপরদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী লাইব্রেরির ভিতরে গিয়ে প্রচারণা করছেন আবার তাদের একজন প্রার্থী মিছিল নিয়ে শোডাউন করছে। এভাবে কি সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হচ্ছে? লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে চাইলে আইন নিয়ম কানুন সবার জন্য সমান করতে হবে।
ছাত্রদলের উদ্দেশ্য এই ভিপি প্রার্থী বলেন, ডাকসুর যে প্যানেল দিবেন এই সিদ্ধান্তও লন্ডন থেকে দেওয়া হয়েছে নিজেরা নিতে পারেন নাই। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ে কিভাবে তারা সিদ্ধান্ত নিবেন।
ছাত্র শিবিরের প্যানেলের বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার বিষয়ে বিন ইয়ামিন মোল্লা প্রশ্ন রেখে বলেন, প্রতিকুল পরিস্থিতি আসলে আপনারা নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে পারবেন কি না এটারও নিশ্চয়তা নেই। বিগত ফ্যাসিস্ট আমলে আপনারা তো শিক্ষার্থীদের পাশে দাঁড়ান নাই বলেও অভিযোগ করেন তিনি।