Image description
 

নওগাঁর বদলগাছীতে দোকান ঘরে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছে ছাত্রলীগের সহ-সভাপতি সুরুজ মিয়া। সুরুজ বদলগাছী সরকারী কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কলেজ শাখার সাবেক সহ-সভাপতি। 

 

শুক্রবার দিবাগত রাতে উপজেলা সদরে খাদ্যগুদামের পাশে আবু বক্কর সিদ্দিকের ফিডের দোকানে চুরি করতে গেলে তাকে আটক করা হয়। আটককৃত সুরুজ বদলগাছী সরদার পাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে।

সিদ্দিকের দোকান ম্যানেজার রাজু জানায়, শুক্রবার রাত ১২ টার পর মিজানুর নামে এক ড্র্রাইভার দেখতে পায় সিদ্দিকের দোকানের তালা ভেঙ্গে একজন লোক ভিতরে ঢুকে সাটার নেমে দেয়। এ সময় মিজানুর কৌশল করে সাটারে পুনরায় তার বাসার তালা লাগিয়ে চোরকে ভিতরে আটকে ফেলে। মিজানুর সিদ্দিককে খবর দিলে সিদ্দিক তার লোকজন নিয়ে এসে দোকান ঘরে সুরুজ নামে স্থানীয় এক চোরকে হাতে নাতে আটক করে। 

 

রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরুজ'কে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি মোতাবেক চাকরাইল গ্রামের শাহিন , মাইন ও বদলগাছী সরদার পাড়ার জোবায়ের হোসেন'কে গ্রেপ্তার করে থানা পুলিশ। সুরুজ ছাত্রলীগের সহ-সভাপতি হওয়ায় তাকে চুরি'সহ ডেভিল হান্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

 

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানায়, চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। চার জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।