Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চাঁদাবাজি, লুটতরাজ ও দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠন করা হবে। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে নির্বাচিত করলে দেশে দখলবাজি ও লুটতরাজ থাকবে না।”

 

বুধবার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় নরসিংপুর বাজারে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, “জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়। কর্মক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। দেশে কোনো বেকার থাকবে না, পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

অধ্যক্ষ সালাম মাদানী দাবি করেন, স্বাধীনতার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যারা অত্যাচার চালিয়েছে ও তাদের সম্পত্তি দখল করেছে—জামায়াত ক্ষমতায় এলে তাদের বিচারের আওতায় আনা হবে।

সকাল ১০টায় নরসিংপুর ইউনিয়নের ব্রিটিশ পয়েন্ট থেকে শুরু হওয়া গণসংযোগ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, অসুস্থ সমাজসেবীদের খোঁজখবর নেওয়া, সাবেক জামায়াত নেতার পরিবারে সাক্ষাৎ, চাইরগাঁও ও পূর্বসোনাপুর খেয়াঘাটে পথসভা শেষে নরসিংপুর বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পথসভায় তার সঙ্গে ছিলেন সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ছাতক উপজেলা জামায়াত নেতা নাজমুল হোসেন, দোয়ারাবাজার উপজেলা জামায়াত নেতা খলিলুর রহমান, সিলেট মহানগর জামায়াত নেতা আলিমুর রহমান ও এখলাসুর রহমান আবিদ, নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ আতাউর রহমান, সেক্রেটারি রফিকুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মনাফ, যুব ফোরামের সভাপতি আবিদ রনি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তেরাব আলীসহ ইউনিয়নের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।