Image description

আসন্ন ডাকসু নির্বাচন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হতে পারে আগামী দিনের রাজনীতির ক্ষেত্রে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ বুধবার (২০ আগস্ট) এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন তিনি। 

পোস্টে তিনি লেখেন, এ নির্বাচনের সকল প্রার্থী, ভোটার, ছাত্র ও ক্যাম্পাস এর বাইরের রাজনৈতিক শক্তি সহ সকল জনগণের সহযোগিতায় যদি একটি সম্পূর্ণ নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করা যায়, তাহলে বাংলাদেশ নিশ্চিত ভাবে নতুন এক দিগন্তের সূচনা করবে। এতে করে কে জিতলো বা কে হারলো তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ সবার আগে বাংলাদেশ জিতবে। 

তিনি আরও বলেন, এই আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সহ ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের অথবা স্বতন্ত্র প্রার্থীদের প্রতি শুভকামনা রইল। 

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আজ শেষদিন ছিল। এই দিনেও ৯৩টি ফরম বিতরণ হয়েছে। আর জমা পড়েছে ১০৬টি। এ নিয়ে মোট ৬৫৮টি কেন্দ্র ও হল প্রার্থীর মনোনয়ন ফরম বিতরণ হয়েছে।