Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘পিআর পদ্ধতি, গণহত্যার বিচার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ছাড়া এ দেশের মাটিতে কোনো নির্বাচন হবে না।’

বুধবার (২০ আগস্ট) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বিগত ১৫ বছর পতিত ফ্যাসিবাদী সরকারের বিষাক্ত ছোঁয়ায় এ দেশকে অস্থিতিশীল করে রেখেছিল। মানুষের মধ্যে কোনো মায়া-দয়া ছিল না।

 
তেমনিভাবে ৫ আগস্টের পর এ দেশে আবার নতুন করে চাঁদাবাজি, সন্ত্রাস ও নানা অপরাধে কিছু কিছু রাজনৈতিক দল জড়িয়ে পড়েছে।’

 

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা আমির মাওলানা গাজী এনামুল হক ভুইঁয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা একরামুল হকের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদীন, আলহাজ জান্নাতুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ফরিদ আহম্মদ, ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা একরামুল হক ভুইঁয়া, ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফ উদ্দিন শিপন, জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান ভুইঁয়া, হেফাজতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। এ ছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।