
এত সহজ নয়, আগামী নির্বাচন কঠিন হবে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী। বুধবার (২০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় তিনি এ মন্তব্য করেন তিনি।
শোভাযাত্রাটি রামগঞ্জ শহরের নুর প্লাজার সামনে থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এ আয়োজন করা হয়।
ইয়াছিন আলী বলেন, ‘৩১ দফা বাস্তবায়নের জন্য দলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে। জনগণ যদি ভোট দেয়, আমরা সংসদে যাব। আমরা চাই, সব দলের সমন্বয়।’
এ সময় বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল, সদস্যসচিব এমরান হোসেন এমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ রাব্বানী, যুগ্ম আহ্বায়ক এনায়েত উল্লা স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব স্বপন চৌকিয়া ও যুগ্ম আহবায়ক আবদুর রহমান ব্যাপারীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।