Image description

বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'আমরা পিআর পদ্ধতি কোনো মতেই মেনে নেব না।'

আজ মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

থাইল্যান্ডে সাত দিন চিকিৎসা নিয়ে বিএনপি মহাসচিব এদিন দেশে ফেরেন।

ফখরুল বলেন, 'পিআর পদ্ধতিতে এ দেশের মানুষ অভ্যস্ত না। তারা বোঝেও না, ঠিক মতো জানেও না। কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে। পিআর পদ্ধতিতে তো আমরা অভ্যস্ত না...প্রশ্নই উঠতে পারে না। সরাসরি ভোটের যে অধিকার আমার, সেই অধিকার এখানে বিঘ্নিত হয়।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরি প্রয়োগ করা হবে না। সে বুঝবেও না কাকে ভোট দিচ্ছে। এটাতে তো বাংলাদেশের মানুষ অভ্যস্ত না! সুতরাং এটা গ্রহণযোগ্য না।'

সংস্কার ছাড়া যারা নির্বাচন চাচ্ছেন না, সেটা তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার উল্লেখ করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায় এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার করার একমাত্র উপায় নির্বাচন। সেটা একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন।'