
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্ব-পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) রাতে এক প্রেস-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত টকশো তে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি টকশো উপস্থাপকের মাধ্যমে বহিষ্কারের কথা জানতে পারেন বলে এক প্রশ্নের জবাবে জানান।
মাহিন সরকার বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি, এটি আমার রাজনৈতিক দল, ভবিষ্যতও থাকার ইচ্ছে আছে। আমি তাদের সাথে আলোচনা করেছি। যেহেতু আমার এখনও ছাত্রত্ব আছে এবং আমি মাস্টার্সের বাংলা বিভাগের শিক্ষার্থী, এই জায়গা থেকে আসলে দলের নীতি কী? আমি দলের কাছে কোন সদুত্ত্বর পাইনি। তাদের জবাবে এটা ছাত্র রাজনীতি হয়ে যায়। কিন্তু কোন গ্রাউন্ডে বা কোন নীতির আলোকে আমি সেখানে যেতে পারব না, সেটা কিন্তু আমি জানতে পারিনি।
সে জায়গা থেকে আমার মনে হয়েছে, তারা যদি আরেকটু ব্যখ্যা করত তাহলে আরও ভালো হতো। তারা আমার কাচে জবাব চেয়েছে, আমি সরাসরি তাদের জবাব দিয়েছি। বহিষ্কারের কারণটি আসলে আমি জানিনা, আপনার (টকশো উপস্থাপক) কাছেই শুনলাম যে, আমাকে বহিষ্কার করা হয়েছে।’
কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কী না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে আলোচনা করেছি, এ ব্যাপারে আসলে তাদের সিদ্ধান্ত কী। কারণ একটা ঘটনা ঘটলেই হয়না, তার পেছনে কিন্তু দলের ইমেজ ক্ষুন্ন হয়। আমার দলের প্রতি দায়বদ্ধতা থেকে আমি তাদের জানিয়েছিলাম, শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন হয়নি। তারা আমাকে জানিয়েছে যে, পদত্যাগপত্র জমা দেওয়ার কথা। তখন আমি তাদের বলেছিলাম পদত্যাগপত্র যে দিবো সেটার কারণটা বলেন...।
ডাকসুকে কেন্দ্র করে এ ঘটনা কী না জানতে চাইলে মাহিন সরকার বলেন, এ ব্যাপারে আসলে আমি জানিনা।