
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ১৫ আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন দেশের অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী। চলচ্চিত্র থেকে টেলিভিশন নাটক কিংবা সংগীত বিভিন্ন অঙ্গনের তারকারা এদিনে শোক জানিয়েছেন নানা পোস্টে।
তবে বিশ্লেষকরা বলছেন, এ শোকপ্রকাশ কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং এর সঙ্গে রাজনৈতিক বার্তাও জড়িয়ে আছে। তাঁদের মতে, দীর্ঘদিন আড়ালে থাকা অনেক শিল্পী হঠাৎ করে প্রকাশ্যে এসে আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখানো শুরু করেছেন। এ তালিকায় আছেন জনপ্রিয় অভিনেতা, গায়ক, উপস্থাপক ও চলচ্চিত্র শিল্পীরা।
সমালোচকদের দাবি, ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে নিয়ে শোক প্রকাশ করলেও, এর মাত্র দশ দিন আগে ৫ আগস্টে নিহত সাধারণ মানুষদের নিয়ে একইভাবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন না অনেকে। এ কারণে তাঁদের শোকপ্রকাশকে কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছেন।
অন্যদিকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলের দাবি, ১৫ আগস্ট শুধু রাজনৈতিক নয়, বরং জাতীয় ট্র্যাজেডি দিবস, তাই শিল্পীদের শোকপ্রকাশকে রাজনৈতিকভাবে দেখা অনুচিত।