
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলে সহ সভাপতি (ভিপি) পদে মনোনয়ন সংগ্রহ করেছেন প্রতিষ্ঠানটির শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।
আবিদুল ইসলাম খান বলেন, ‘সংগঠনের নির্দেশনা অনুযায়ী ফরম সংগ্রহ করেছি। তারেক রহমানের নির্দেশে পুরো প্যানেল দেখতে পাবেন শিগগিরই। এখনও দল থেকে আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করা হয়নি। ঘোষণা করা হলে জানা যাবে কে কোন পদে প্রার্থী হচ্ছেন।’
তিনি বলেন, ‘দক্ষ মানবসম্পদ তৈরিতে যা যা দরকার, ছাত্রদলের প্যানেল নির্বাচিত হলে তাই তাই করবে।’
এদিকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হিসেবে কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শেখ তানভীর বারি হামীমের নাম শোনা গেলেও এখনও তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেননি।
এছাড়া এজিএস প্রার্থী হিসেবে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদের নাম শোনা যাচ্ছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের সর্বশেষ সময় আজ বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২৬ আগস্ট। ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।