Image description
 

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের আরও ৬১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পৃথক বদলির আদেশে তাদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে।

 

তাদের মধ্যে উপসচিব পদমর্যাদার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছেন ১২ জন। বাকিরা ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা। এদিন তিনটি আলাদা অফিস আদেশে তাদের বদলি করা হয়।

 

এর আগে কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে বড় রদবদল করা হয়েছিল। সেদিন একদিনে কর্মস্থল পরিবর্তন করা হয় ৬২ কর্মকর্তার। এরপর ১৫ জুলাই ৫১ উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ২৭ জুলাই ৭১ জন কর্মকর্তার কর্মস্থল বদল করা হয়।