Image description
 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসাবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, ২০১৯ সালে আমিও জাকসু ভিপি প্রার্থী ছিলাম। জাকসু আমাদের প্রাণের দাবি। জাকসু বানচালের চক্রান্ত সফল হবে না ইনশাআল্লাহ।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত।

উল্লেখ্য, প্রায় ৩৩ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ১১,৭৪৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫,৭২৮ এবং ছাত্র ভোটার ৬,০১৫। ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।