Image description

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজি তিনবার তওবা করে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। শনিবার (১৭ আগস্ট) চরমোনাই দরবারে গিয়ে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাতের পর তাকে হাতপাখা প্রতীকে পিরোজপুর-৩ আসনের প্রার্থী ঘোষণা করা হয়।

রাজনীতির দীর্ঘ ও বিচিত্র ইতিহাস রয়েছে ডা. ফরাজির। তিনি এর আগে বিএনপি, জাতীয় পার্টি (জাপা), মহাজোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন সময় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হন।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের জানান, ডা. রুস্তম ২০১৭ সালে প্রথম ইসলামী আন্দোলনে যোগ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়ায় তার সদস্যপদ স্থগিত করা হয়। এরপর ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি আবার দলের সঙ্গে যোগাযোগ করেন।

মুফতি এসাহাক বলেন, "তিনি তিনবার তওবা করে আবার ইসলামী আন্দোলনে ফিরে এসেছেন। এই তওবায় তাকে ক্ষমা করা হয়েছে এবং পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।"

এ বিষয়ে ডা. রুস্তম আলী ফরাজি বলেন, "এটা নতুন কোনো যোগদান নয়, পুরোনো সদস্যপদ নবায়ন করেছি। ২০১৪ সালের নির্বাচনের আগে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছিলাম, কিন্তু দলটি নির্বাচন বর্জন করায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম।"

দলবদলের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, "পরিস্থিতির প্রেক্ষিতে অনেকেই দল পরিবর্তন করেন। আমিও তাই করেছি।"

উল্লেখ্য, ১৯৯৬ সালে তিনি প্রথমবার জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৮ সালে জাপা ভাঙনের পর তিনি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপিতে যোগ দেন। পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে ২০১১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন এবং পরবর্তীতে পুনরায় জাপায় ফেরেন। ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের সমর্থনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দলীয় কার্যক্রমে অনুপস্থিত থাকা ও নানা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে জাপার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। এর ফলেই ২০২৪ সালের নির্বাচনে জাপা তাকে মনোনয়ন না দিয়ে বাদ দেয়। ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন।

শীর্ষনিউজ