
কক্সবাজারের টেকনাফে রাতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের টেকনাফ উপজেলা শাখার ছয়জন নেতাকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (১৬ আগস্ট) টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ (৫০), সহ-সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী (৫৫), কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তারেক মোহাম্মদ রনি (৩৭), সাবরাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফি উল্লাহ (৫৫), সহ-সভাপতি শফিকুর রহমান (৪৯) এবং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আলম (৫০)।
এর মধ্যে মাহবুব মোর্শেদ ও তারেক মোহাম্মদ রনি কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, গত শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট শোক দিবস পালন করা হয় এবং পরে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই পুলিশের একাধিক দল টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন এ বিষয়ে প্রতিক্রিয়ায় বলেন, ‘শুধু এদের গ্রেফতার করলে হবে না, টেকনাফে আরও বড় বড় আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, বাকি যারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে, তাদেরও গ্রেফতার করা হোক।’
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছয় নেতাকে গ্রেফতারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে সাথে অভিযান অব্যাহত রেখেছি।’