Image description
 

ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে রিজয় র‍্যালির আয়োজন করেছে বিএনপি। শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার বসুরহাট বাজারে বিজয় মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিজয় মিছিল শেষে বসুরহাট জিরো পয়েন্ট মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা শিল্পপতি ফখরুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, “সারাদেশে ১২ হাজার চাঁদাবাজের তালিকা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বার্তা, বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাদের দায় দল নিবেনা। নির্বাচনকে সামনে রেখে অনেক খেলা চলছে। যারা জীবনে একটিবার কোন মামলার আসামি হয়নি সেসব সুসময়ের পাখি এখন দলের দায়িত্ব নিতে চায়। এদের হাতে দলের কোন দায়িত্ব দেয়া যাবেনা।”

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের সমালোচনা করে তিনি বলেন, “আমরা এই অঞ্চলে আরেকটা মির্জা কাদের হতে দিতে পারি না। আওয়ামী লীগের মতো একটা বড় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পালিয়ে ৭ ঘন্টা বাথরুমে লুকিয়ে ছিলো। আমাদের দলের কিছু লোকের কারণে আমাদের যাতে সেরকম পরিস্থিতিতে পড়তে না হয়। চাঁদাবাজকে দিয়ে কোন কমিটি করবেন না। চাঁদাবাজ দিয়ে কমিটি করা হলে তার দায় জেলাকে নিতে হবে। প্যাকেটের বিনিময়ে যদি জেলা থেকে কোন কমিটি হয় তবে কোম্পানীগঞ্জের লোকেরা সেটার কঠিন প্রতিবাদ করবে। চরএলাহী ঘাটের বালু কারা বিক্রি করে তা সবাই যানে। তোতা চেয়ারম্যান যখন মারা যায় তার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির অনেকে রাজনীতি করছে। তাকে নিয়ে কেউ রাজনীতির চেষ্টা করবেন না। যারা অপরাধী তাদের কোন নিষ্কৃতি চাইনা। কিন্তু নিরপরাধ কাউকে হয়রানি করা যাবে না।” 

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।