
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (১৫ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত তিনটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হুজাইফা ইসলাম, সাতক্ষীরা জেলা শাখার অধীন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফেরদাউস হোসেন এবং নোয়াখালী জেলা শাখার অধীন সোনাইমুড়ী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম বাবু।
ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই তিনজনকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।