Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন শাখা ছাত্রশিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনিবার্হী পরিষদ ২০২৫-২৬-এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

ছাত্রশিবির সভাপতি বলেন, জবি প্রেসক্লাবের সাংবাদিকরা অতীতে যেভাবে অন্যায়ের সাথে আপোষ করেনি, আগামীতেও তারা ক্ষমতাকে প্রশ্ন করবে এটাই প্রত্যাশা করি। বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দিকে প্রশাসনের নজর দেয়া দরকার। ভবনটির অবস্থা খুবই নাজুক। সেখানে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি সাংবাদিক সংগঠনগুলো রয়েছে। প্রেসক্লাবের অফিস কক্ষে গিয়েছিলাম, কক্ষের সিলিং এ ফাটল ধরেছে। ফ্যান চালানো ঝুঁকিপূর্ণ। কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই যেন প্রশাসন ভবন সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়।

তিনি বলেন, ‘সাংবাদিকরা দর্পন স্বরূপ। তাদের মাধ্যমে আমরা আমাদের ভুলগুলো দেখতে পাই। আমি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাব, বস্তুনিষ্ঠতা ধরে রাখার জন্য। সাদাকে সাদা এবং কালোকে কালো হিসেবে তুলে ধরবার জন্য। যার যতটুকুন অপরাধ, ততটুকুনই তুলে ধরা উচিত। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জবি প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. রাকিবুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন করা ২০২৫-এর নির্বাচন কমিশনারবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জবি প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি সুবর্ণ আসসাইফ,  সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক ফাতেমা আলী এবং কার্যনির্বাহী সদস্য জুনায়েদ মাসুদ।  

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনিবার্হী পরিষদের হাতে আনুষ্ঠানিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।