
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নিচ্ছেন সন্তান। ওই ভিডিওটি ভুয়া বলে শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।
রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্টচেক করে জানায়, ভাইরাল ভিডিওটি আসলে একটি হাউজিং কোম্পানির কাছে জমি বিক্রির প্রক্রিয়ার অংশ। সেখানে মুমূর্ষু অবস্থার যে ব্যক্তিকে মৃত দাবি করা হয়েছে, তিনি উইনম্যাক্স মোবাইল কোম্পানির চেয়ারম্যান মো. হোসেন খান। তিনি বর্তমানে অসুস্থ হলেও জীবিত আছেন।
রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে, একটি মহল দেশ-বিদেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশের নানা বিষয়ে গুজব, ভুল তথ্য ও অপতথ্য ছড়িয়ে দিচ্ছে।