Image description
 

এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য ভোট হচ্ছে তার সাংবিধানিক অধিকার। কেউ কারো ভোট কেড়ে নেয়ার সুযোগ নেই। কেউ কাউকে বাধা প্রদান করতে পারবে না। যারা ভোটারদের ভোট কেড়ে নেয়ার কথা বলে, ভয়ভীতি দেখায়, তাদের মতের বা দলের পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্র থেকে সুস্থভাবে বেরিয়ে আসতে পারবে না বলেন, তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ইচ্ছেমতো তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দেবে।

 

 

 

১৪ আগস্ট রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া ইউনিয়নের বাতাসন এলাকায় সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, রাজনীতিবিদদের উচিত মানুষের সুখ-দুঃখের কথা শুনে পাশে দাঁড়ানো। সৎকাজে মানুষকে উৎসাহ দেয়া, অন্যায় কাজে মানুষকে বিরত রাখা। মহান আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশনা মোতাবেক মানুষকে পথ দেখানো। কিন্তু বর্তমানে কিছু রাজনীতিবিদ তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য নানান ধরনের কথা বলে রাজনীতিকে কলুষিত করছেন। যেসব নেতা এমন কথা বলেন তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, ইসলামে বিশ্বাস করেন না।

 

তিনি বলেন, রাজনীতিবিদদের ভেবেচিন্তে কথা বলা উচিত। কারণ রাজনীতিবিদদের একটি কথায় মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই আসুন সামনে নির্বাচন নির্বিঘ্ন করতে কমিশন ও প্রশাসনকে সহায়তা করি। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

 

বাংলাদেশ জামায়াত ইসলামী বদরগঞ্জ উপজেলা আমির কামারুজ্জামানের সভাপতিত্বে সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমির শাহ মুহাম্মদ রুস্তম আলী, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, লোহানিপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।