Image description
 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওপর ভর করে একটি অংশ নারীদের রাজনীতিতে কিংবা ভোট দিতে নিরুৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধুর ক্যান্টিনে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আবু বাকের বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওপর ভর করে একটি অংশ যাদের নারী প্রতিনিধিত্ব নেই, যারা নারীদের রাজনীতিকে নিরুৎসাহিত করে, তারা রাজনীতি নিয়ে একটি চক সাজিয়ে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীরা ভোটে আসতে উৎসাহ না পায়।’

 

আবু বাকের আরও বলেন, ‘আমরা মনে করি, যারা নারীদের ভোটে নিরুৎসাহিত করছে, এবার নারীরাই ভোটে ব্যালট পেপার বিলি করবে। ঢাবিতে একটা অংশ চায় না নারীরা রাজনীতিতে সক্রিয় হোক। কারণ তারা ভাবে, শেখ হাসিনার আমলে নারীদের অংশগ্রহণের কারণেই শেখ হাসিনা পালিয়ে গেছে।’