
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম বলেছেন, সেইদিন আর দূরে নয়, যেদিন এই দেশের মানুষ জুলাই গণ-অভ্যুত্থানকে ডিজওন করবে।
বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
ফাহাম তার পোস্টে বলেন, ‘আজ দেখলাম একটা মেয়েকে জনসমক্ষে উলঙ্গ করে পেটানো হচ্ছে। একটা ছেলেকে অ্যাপার্টমেন্টে কোপানো হচ্ছে (সম্ভবত মারাও গেছেন)।
আরেকটা জায়গায় দেখলাম রাস্তার মধ্যে অনেকে মিলে দু-তিনজনকে পেটাচ্ছেন (ঠিক জানি না কেন)। প্রতিদিনই এসব দেখি। কয়েক দিন আগে দেখলাম একটা মেয়েকে বেবি ট্যাক্সির ভেতরে হেনস্তা করা হচ্ছে। পেটানো হয়েছে কি না নিশ্চিত না।
’
তিনি বলেন, ‘এট দিস রেইট—সেইদিন আর দূরে নাই, যেদিন এই দেশের মানুষেরা জুলাই গণ-অভ্যুত্থানকে ডিজওন করবে। মনটা ভেঙে যায় ভাই। কী আশা ছিল আর কী দেখতে পাচ্ছি। একটা মেয়েকে রাস্তায় উলঙ্গ করে পেটানো হবে? এই আমার দেশ? আমরা কি আওয়ামী জাহেলিয়ার থেকেও নিচে নামব?’