Image description
 

খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নরেন্দ্র মোদিকে নিন্দা ও প্রতিবাদপত্র পাঠাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা।

 

১৩ আগস্ট বুধবার দুপুরে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে নিন্দা ও প্রতিবাদপত্র দেবেন জাগপা নেতারা। 

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, খুনি হাসিনাকে ফেরতের দাবিতে এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আমরা গত ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলাম। গুলশান-বাড্ডা লিংক রোডের সামনে পুলিশের বাধার মুখে তাৎক্ষণিক পথসভার মাধ্যমে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে সম্মান জানিয়ে আমরা সেদিন ভারতীয় দূতাবাস পর্যন্ত যাই নাই। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জানা থাকা প্রয়োজন, বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনকে অন্তর থেকে ঘৃণা করে। খুনি হাসিনা এবং তার দোসরদের আশ্রয় প্রদান করার অধিকার ভারতের নাই। নরেন্দ্র মোদিকে মনে রাখতে হবে, ভারত আমাদের প্রতিবেশী, প্রভু নয়। আমরা আওয়ামী ষড়যন্ত্রকারী এবং গণহত্যাকারীদের সাথে একসাথে কাজ করার ভারতীয় সিদ্ধান্তর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। আর তাই জাগপা প্রতিনিধি দল আগামীকাল ভারতীর দূতাবাসের মাধ্যমে নরেন্দ্র মোদির প্রতি নিন্দা ও প্রতিবাদপত্র পাঠাবে ইনশাআল্লাহ। 

জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলের ভারতীয় দূতাবাসে যাওয়ার কথা রয়েছে। দলের অন্য সদস্যরা হচ্ছেন- প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।