
দীর্ঘ প্রায় ১০ বছর পর ঘোষিত হলো জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা জেলার আংশিক কমিটি। এতে সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন শামীমা রহিম, সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার।
মঙ্গলবার দুপুরে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে ঢাকা জেলা মহিলা দলের কমিটি না থাকায় সংগঠনের কেন্দ্রীয় বিভাগ তা পরিচালনা করে আসছিল। মহিলা দলকে গতিশীল করার জন্য জেলা বিএনপির পরামর্শক্রমে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় মহিলা দলের পক্ষ থেকে দোহারের শামীমা রহিমকে সভাপতি, সাভারের মিনি আক্তারকে জেষ্ঠ সহ-সভাপতি, ধামরাইয়ের সুলতানা খন্দকারকে সাধারণ সম্পাদক, দোহারের সম্পা আক্তারকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জের নার্গিস হককে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এ সময় আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা জেলা মহিলা দলের নবনির্বাচিত সভাপতি শামীমা রহিম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী দিনে মহিলা দলকে প্রতিটি গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলায় শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করব।