
স্লোগানের রাজনীতি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ আগস্ট) বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় স্লোগান নেতাকর্মীরা স্লোগান দিলে এমন মন্তব্য করেন তিনি।
এসময় বক্তব্য প্রদানকালে মির্জা ফখরুল বলছিলেন, ‘আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যতের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন।’ এরপরই সামনে থেকে স্লোগান উঠলে তিনি বলেন, ‘প্লিজ, প্লিজ, আরে ভাই স্লোগান দিও না। স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে।’
পরে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে শুধু একটি গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকা অধিকার, ভাতের অধিকার-সবকিছু নিশ্চিত করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ।’
মির্জা ফখরুল আরও বলেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলন চলার সময় অনেক চিকিৎসকে চিকিৎসা প্রদানে বাধা দেওয়া হয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। ওই সময়ে আপনারা যারা ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসা করেছেন, জাতি কখনো আপনাদের ভুলবে না।