Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ সালাম বরকত হলের ছাত্রলীগ কর্মী পদায়ন পেয়ে হয়েছেন ছাত্রদলের হল সাধারণ সম্পাদক।

শুক্রবার (৮ আগস্ট) জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত প্রেস রিলিজে শহীদ সালাম বরকত হল ছাত্রদলের কমিটির অনুমোদন দেয়া হয়।

এ কমিটিতে পদায়ন পাওয়া আব্দুল্লাহ আলিফ শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন এবং হলের ব্লকে অবস্থান করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের ৫১ ব্যাচের ছাত্র। ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশ নিতেন তিনি।

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের কর্মী পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কেউ ফোন ধরেননি।

উল্লেখ্য, ৮ আগস্ট জাবি ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে মেয়েদের ৬ টি হল ও ছেলেদের ১১ টি হলের কমিটি প্রকাশ করা হয়।