
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সবাইকে সতর্কতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ পরামর্শ দেন।
প্রথম ধাপের বৈঠকে অংশ নেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।
বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
বৈঠকের শুরুতে তারেক রহমান বলেন, আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব। আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে জুলাই ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানে।
বৈঠকে অংশ নেওয়া দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে। নির্বাচনের আগে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।
নেতারা আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে আগের ঘোষণা অনুযায়ী জাতীয় সরকার বাস্তবায়ন করার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ধারাবাহিক বৈঠকে শনিবার সন্ধ্যায় যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান।