
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও হল পর্যায়ে সকল ধরণের ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্বেও একযোগ সকল হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মধ্য রাতে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়।
আজ শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা টিএসসি এলাকায় জড়ো হয়ে মিছিল করেন।
বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রি হলের শিক্ষার্থীরা তাদের হলে অভ্যন্তরে বিক্ষোভ করে। পাশাপাশি ছেলেদের হাজী মুহম্মদ মুহসীন হল ও এ এফ রহমান হলের শিক্ষার্থীরা হল থেকে মিছিল বের করে পাড়া প্রদক্ষিণ করে এবং বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেন।
আন্দোলনকারীরা ‘হল কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘গুপ্ত কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট একশন’সহ বিভিন্ন শ্লোগান দেন।
পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরা হল প্রভোস্টের নিকট থেকে স্বাক্ষর নেয় আজ রাত ১১টার মধ্যে ছাত্রদলের হল কমিটি স্থগিত করতে হবে। নতুবা কমিটির সদস্যদের হল থেকে বহিষ্কার করা হবে।