১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ১৫ জানুয়ারি ডেডলাইন দিয়েছে। সরকারকে বলতে চাই, অনেক ধৈর্য ধরেছি। ১৫ জানুয়ারির মধ্যেই ঘোষণাপত্র চাই। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলকে বলতে চাই, ছলচাতুরী করে ক্ষমতায় যাওয়ার চিন্তা বাদ দিন। ছলচাতুরী করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। ছলচাতুরীর রাজনীতি ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে ঠেকিয়ে দেবে।
শনিবার ঢাকা উদ্যানে তুরাহ হাউজিংয়ে জুলাই ঘোষণাপত্রে শ্রমজীবী মানুষের মান ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে রিকশাচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন বলেন, বর্তমানে নির্বাচনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে চাপে রাখার চেষ্টা করছে। তাদের মতো আমরাও নির্বাচন চাই। কিন্তু তার আগে নতুন সংবিধানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। সেজন্য গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্যই ছাত্র-জনতা জীবন দিয়েছে।
শেখ হাসিনা ও দোসরদের বিচার করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের চাপ আপনারা অনুভব করবেন না। ছাত্র-জনতা আপনাদের সঙ্গে রয়েছে। কাজেই চাপের কাছে মাথা নত করবেন না।
বিভিন্ন রাজনৈতিক দলের চাঁদাবাজি বন্ধ করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এখনো মোড়ে মোড়ে চাঁদাবাজি হচ্ছে। রিকশাচালকদের থেকে নিয়মিত চাঁদা নেওয়া হচ্ছে। আপনারা এসব বন্ধ করুন। প্রয়োজনে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। এসময় অন্তর্বর্তী সরকারকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন এই নেতা।