Image description

জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে অব্যাহতি প্রাপ্ত সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবার দলটির আরেক অংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) গুলশান—২ এর ৪৪ নং রোডের ১২১নং বাড়ির হল রুমে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই অংশের দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান জানান, মঙ্গলবার প্রেসিডিয়াম সভা হয়েছে। বুধবারও বৈঠক আছে। 

তিনি জানান, প্রথম যুগ্ম জেলা জজ আদালত— ঢাকার আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় প্রেসিডিয়াম সভা।

সভায় কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা ও শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায়, কাজী মামুনুর রশিদ, নুরুল ইসলাম মিলন, জাহাঙ্গীর আলম পাঠান, ইয়াহইয়া চৌধুরীসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিনা নোটিশে জি এম কাদের যাদেরকে বহিষ্কার করেছিলেন, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে  স্ব—স্ব পদে পুর্নবহাল করা হয়।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- কো—চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক, চুন্নু, প্রেসিডিয়াম সদস্য, এ টি ইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, নাজমা আকতার, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান।

রাজ্জাক খান জানান, দেশ বিদেশে অবস্থানরত ফখরুল ইমাম, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সৈয়দ দিদার বখত, এ কে এম সেলিম ওসমান, নাছির উদ্দিন মাহমুদ, জহিরুল আলম রুবেল, আমিনুল ইসলাম ঝন্টু ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন।