Image description

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির সকালে দেশের বিভিন্ন গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে বৈঠক করেছেন নবগঠিত রাজনৈতিক দল এনসিপির (ন্যাশনাল কনসেনসাস পার্টি) চার কেন্দ্রীয় নেতা। খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

তবে এনসিপির নেতারা এই খবরকে সরাসরি ‘গুজব’ বলে দাবি করেছেন।

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিবিসি বাংলাকে বলেন, ‘এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই হয়নি। এরকম কিছু হলে তো আমরা ঢাকাতেই দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকতো।’

 

তার দাবি, তারা জাস্ট এমনি একটু সাগরপাড়ে ঘুরতে গিয়েছিলেন। পাটওয়ারীর ভাষ্য, ‘হুট করে ঘুরতে এসেছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। জাস্ট এমনি একটু সাগরপাড়ে ঘুরতে এসেছিলাম। বাট এখানে এসে দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এই নিউজ দেখছি।’

 

এনসিপির সিনিয়র এই নেতার সঙ্গে কক্সবাজারে ছিলেন দলটির উত্তর ও দক্ষিণাঞ্চলের দুই মুখ্য সংগঠক সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহও ছিলেন।

 

সরকারবিরোধী আন্দোলনের এক বছর পূর্তির দিনে এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের কক্সবাজারে অবস্থান করায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের দলের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে। অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে। প্রত্যেকটি দল থেকে ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।’