Image description

রাজধানীর বিভিন্ন সড়কে আজ বুধবার তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পোহাচ্ছেন সাধারণ মানুষ।

রাজনৈতিক দলের কর্মসূচি, শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধসহ বেশ কয়েকটি বিষয় এই যানজটের কারণ বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আজ সায়েন্স ল্যাবে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক আটকে বিক্ষোভ করেন। পল্টনে রাজনৈতিক দলের কর্মসূচি আছে। এ ছাড়া ছুটির পর দিন হাওয়ায় সড়কে যানবাহনের চাপ আছে। পাশাপাশি সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ বেলা পৌনে একটার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা ল্যাব মোড় অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তি সৃষ্টি হয়।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা আধ ঘণ্টা পর সড়ক ছাড়েন। এরপর যান চলাচল শুরু হয়।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করেছিল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতা-কর্মীরা। তারা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি দিয়েছিল। এই কর্মসূচির অংশ হিসেবে তারা বাড্ডায় সড়ক অবরোধ করে। সড়ক অবরোধের কারণে বাড্ডা, বাড্ডা কাঁচাবাজার, হোসেন মার্কেট, মেরুল বাড্ডা, রামপুরা এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। তৈরি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আজ বুধবার ঢাকায় ‘বিজয় র‍্যালি’ করবে বিএনপি। বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হওয়ার কথা। এই কর্মসূচি ঘিরে পল্টনসহ আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে।