
কক্সবাজারের ‘হোটেল সী পার্লে’ অবরুদ্ধ হয়ে রাত কাটাচ্ছেন এনসিপি নেতা হাসনাত, সার্জিস, নাসির উদ্দিন পাটোয়ারী ও তাসনিম জারা।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এনসিপি নেতারা কক্সবাজারের বিমানবন্দর হয়ে ইনানীর হোটেল রয়েল টিউলিপের ৫০০১, ৫০০২ ও ৫০০৩ এই রুমগুলোতে ওঠেন।
ঢাকায় জুলাই সনদ ঘোষণার রাষ্ট্রীয় অনুষ্ঠান বয়কট করে এনসিপি নেতারা কক্সবাজারে আসেন। খবর ছড়ায় ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারা বৈঠক করতে এসেছেন। আর এতে বিক্ষুব্ধ হয়ে উঠেন এলাকার লোকজন ও বিএনপির নেতাকর্মীরা।
এ সময় শত শত বিক্ষুব্ধ লোকজন হোটেল রয়েল টিউলিপের সামনে মানববন্ধন ও বিক্ষোভ দেখায়। এতে করে এনসিপি নেতারা হোটেলে অবরুদ্ধ হয়ে পড়েন। এ সময় উত্তেজিত জনতাকে শ্লোগান দিতে শোনাযায়- এনসিপি নেতারা কক্সবাজারে বসে আগামী নির্বাচন নিয়ে নতুন কোন ষড়যন্ত্র করেছেন।
এদিকে রাত সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা হোটেলেই ছিলেন। রাতে তারা ওই হোটেলেই থাকবেন বলে সূত্রে জানা গেছে।