Image description

রাজধানীতে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র প্রদানের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি ফেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা কক্সবাজারে যাওয়ার খবর পাওয়া গেছে।

 

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছে ইনানী সৈকতের কাছে বিলাসবহুল রয়েল টিউলিপ হোটেল অ্যান্ড স্পাতে উঠেন।

 

কক্সবাজারে যাওয়া এনসিপি নেতারা হলেন—হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটোয়ারী ও ডা. তাসনিম জারা ।তাদের এই সফরের খবর প্রকাশ্যে আসার পর নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব ফেসবুকে দাবি করেছেন—এই চার নেতা সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করছেন।

পিটার হাসের সঙ্গে ‘গোপন’ বৈঠকের খবর, অস্বীকার এনসিপি নেতাদের 

তবে বৈঠকের বিষয়টি এনসিপি যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, নেতারা কোনো রাজনৈতিক বৈঠকের জন্য নয়, বরং ব্যক্তিগত ছুটি কাটাতে কক্সবাজারে গেছেন। ঢাকাতে তারা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারেন না, তাই নির্জনে সময় কাটাতে তারা এই স্থান বেছে নিয়েছেন।

পুলিশ এবং হোটেল কর্তৃপক্ষ সূত্র প্রথমে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও পরে তাদের বক্তব্য পরিবর্তন করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত এনসিপি নেতারা হোটেলে পৌঁছাননি এবং সেখানে কোনো বিদেশি অতিথিও নেই।

জানতে চাইলে কক্সবাজার পুলিশ সুপার মো. সাইফুদ্দীন শাহীন এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।