
৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণভবন বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গণভবন অভিমুখে ‘ফতেহ গণভবন সাইকেল র্যালি’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে গণভবন পর্যন্ত এ র্যালি অনুষ্ঠিত হয়। জানা যায়, কর্মসূচিটি ঢাবির সব শিক্ষার্থীর জন্য উন্মোক্ত ছিল। এতে শিবিরের নেতাকর্মীরাসহ ঢাবির অন্তত ৫০০ শিক্ষার্থী অংশ নেন। তাদের সবাইকেই একটি করে টি শার্ট প্রদান করে সংগঠনটি।
র্যালিতে ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম, সাবেক প্রচার সম্পাদক আসিফ আব্দুল্লাহ, হোসাইন আহমাদ জোবায়ের, বর্তমান সভাপতি এসএম ফরহাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমান ও প্রচার সম্পাদক মেফতাহুল মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মসূচিতে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে সাদিক কায়েম লেখেন, ফতহে গণভবনের শুভেচ্ছা।