
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের অনুরোধে জুলাই প্রদর্শনী সংক্ষিপ্ত করল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর ফলে সংগঠনটির পূর্বঘোষিত আয়োজন ‘জুলাই প্রদর্শনী ২০২৫’ নির্ধারিত সময়ের একদিন আগেই শেষ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এ প্রদর্শনী ১ আগস্ট শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলার কথা থাকলেও তা ৪ আগস্টই শেষ করা হবে বেল জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পূর্বঘোষিত কর্মসূচি ‘জুলাই প্রদর্শনী ২০২৫’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ৩২ জুলাই (১ আগস্ট) থেকে শুরু হয়ে ৩৬ জুলাই (৫ আগস্ট) পর্যন্ত চলার কথা ছিল। শুরু থেকেই প্রদর্শনীতে দর্শনার্থীদের বিপুল সাড়া আমরা লক্ষ্য করেছি, যা আমাদের অনুপ্রাণিত করেছে। এদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক একটি কর্মসূচির ভেন্যু হিসেবে একই স্থান ছাত্র-শিক্ষক কেন্দ্র নির্ধারণ করেছে। তারা আমাদের প্রদর্শনী একদিন আগে সমাপ্ত করার অনুরোধ জানিয়েছে, যাতে টিএসসির পুরো জায়গাটি তাদের জন্য ব্যবহারযোগ্য হয় এবং তাদের অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
আরও বলা হয়েছে, রাজনৈতিক সৌহার্দ্য, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমরা তাদের অনুরোধকে সম্মান জানিয়েছি। ফলে, ‘জুলাই প্রদর্শনী ২০২৫’ নির্ধারিত সময়ের একদিন পূর্বে ৩৫ জুলাই (৪ আগস্ট) সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আকস্মিক পরিবর্তনে দর্শনার্থীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। আগামী দিনে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমাদের কার্যক্রম আরও বৃহত্তর পরিসরে চলমান থাকবে।