Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা কিছুদিন আগেও একে অপরকে বেইমান ও বিধর্মী বলতেন, আজ তারা ঐক্য গড়ার চেষ্টা করছেন।

রোববার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল বলেন, ইসলামি রাজনৈতিক দলগুলোর কেউ কেউ সংস্কার বিলম্ব করে নিজেদের সংগঠিত করতে চাইছেন, কেউ কেউ আবার নতুন জোট গড়ার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন হলো, এসব কারণে দেশের জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা বিলম্বিত করবেন?

তিনি বলেন, গণ-অভ্যুত্থনের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো ফেরেনি। তাই এখন সবচেয়ে জরুরি কাজ হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া।

বিএনপি যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, সেটি রাষ্ট্র মেরামতের একটি স্পষ্ট রূপরেখা বলেও দাবি করেন তিনি। নজরুল অভিযোগ করেন, এই প্রস্তাবকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চায় কেউ কেউ, যারা আসলে গুম, খুন ও লুটপাটের দায়ে অভিযুক্ত।

তিনি আরও বলেন, সুবিচার নিশ্চিত করতে হলে বিলম্ব নয়, দ্রুত বিচার প্রয়োজন। বিএনপি ক্ষমতায় এলে বিচার বন্ধ হয়ে যাবে— এমন ধারণা ভিত্তিহীন। কারণ বিএনপি নিজেই একটি নিপীড়িত দল।

আলোচনায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান।