Image description
 

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের তরুণদেরকে মিলিটারি ট্রেনিং দিয়ে রাখতে হবে। তাহলেই আমরা এক্সটার্নাল থ্রেট মোকাবিলা করতে পারবো।

 

 

 

জুলাই বিপ্লবের প্রথম বর্ষ উপলক্ষে বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় উদযাপন কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মাহমুদুর রহমান বলেন, প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের ৪ হাজার কিলোমিটারের সীমান্ত। ভারত একটি হিন্দুত্ববাদী ও আধিপত্যবাদী রাষ্ট্র। তেমনি মিয়ানমারও একটি বৈরি রাষ্ট্র। তাই দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে সতর্কভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে।

 

তিনি বলেন, অভ্যন্তরীণ ও বাইরের হুমকি মোকাবেলায় আমাদের দূরদর্শিতার পরিচয় দিতে হবে। সামরিক দিক দিয়ে ভারত একটি শক্তিশালী রাষ্ট্র, এটমিক পাওয়ার স্টেট। তাই আমাদের ১৮ কোটি জনগোষ্ঠীকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সেজন্যই তরুণদেরকে সামরিক ট্রেনিং দিয়ে রাখতে হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি উপ উপাচার্য ড. এম এয়াকুব আলী, ট্রেজারার ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ