Image description
 

মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান উদযাপন অনুষ্ঠান’- চলাকালে হঠাৎ করে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায় বেলুন বিস্ফোরণের ফলে। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি ঘটে দুপুর সোয়া ২টার দিকে। যখন উৎসবমুখর পরিবেশে শত শত বেলুন আকাশে উড়ানো হচ্ছিল। একটি গ্যাসভর্তি বেলুন মঞ্চের সামনের এলইডির সাথে যুক্ত বৈদ্যুতিক তারে গিয়ে আটকে গেলে স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তার বরাবর।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়েই দায়িত্বে থাকা ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত পদক্ষেপ নেয়। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ড্রোন-অপারেটর দল ড্রোনের মাধ্যমে আগুনের উৎস চিহ্নিত করে নিখুঁতভাবে আগুন নিভিয়ে ফেলে। পুরো অভিযানটি চলে মাত্র কয়েক মিনিট, এবং এর ফলে অনুষ্ঠানস্থলে থাকা কেউ হতাহত হয়নি।

 

এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে বৈদ্যুতিক তত্ত্বাবধান এবং বেলুন ব্যবহারে সতর্কতা।

 

উল্লেখ্য, অনুষ্ঠানস্থলে হাজারো মানুষ উপস্থিত আছেন। ফায়ার সার্ভিসের দক্ষতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হওয়ায় উপস্থিত দর্শনার্থীদের মাঝে স্বস্তি ফিরে আসে।