
গণঅভ্যুত্থানের পর ছাত্রদলের ইতিবাচক রাজনীতির প্রচলন শুরু হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
রোববার দুপুরে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।
নাছির উদ্দীন বলেন, গত ১৭ বছর বিএনপি কোথাও কর্মসূচি দিলে আওয়ামী লীগ এক ধরনের ফ্যাসিবাদ কায়েম করতো। তারা উল্টো কর্মসূচি দিয়ে আমাদের আয়োজন নষ্ট করতো। কিন্তু গণঅভ্যুত্থানের পর ছাত্রদল ইতিবাচক রাজনীতির প্রচলন শুরু করেছে।
এনসিপির নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, তারা এখনও নিবন্ধনও পায়নি। অনুমতিপত্র থাকার পরও তাদের শহীদ মিনার ছেড়ে দিয়ে আমরা শাহবাগে সমাবেশ করছি। এর মধ্য দিয়েই রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে।
ছাত্রদল কোনো বিভাজিত রাজনীতি করছে না দাবি করে নাসির বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। যে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে মেনে আমরা আন্দোলন করেছি, ৫ আগস্টের পর তারাই সেই প্ল্যাটফর্মকে বিতর্কিত করেছে।’
তিনি বলেন, একক ইজারাদার হিসেবে তারা পুরো গণঅভ্যুত্থানের মালিকানা চিন্তা করে নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সুতরাং তারাই বলতে পারবে অভ্যুত্থান নিয়ে কেন বিভাজিত রাজনীতি চলছে।
গত ৩ নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত তরুণদের অংশগ্রহণে সমাবেশ সফল হবে জানিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, অতীতের চেয়ে বড় ছাত্র সমাবেশে হবে আজ। আশা করছি কয়েক লাখ নেতাকর্মী এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ঐতিহাসিক এই সমাবেশে যোগ দেবেন।
নগরবাসীর ভোগান্তির কথা চিন্তা করে সন্ধ্যা ৬টার আগে সমাবেশ শেষ হবে বলেও জানান তিনি।
এদিকে শহীদ মিনারে সমাবেশ করছে এনসিপি। সেখানে ছাত্রদলের সমাবেশ করার কথা ছিল।