
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী উমামা ফাতেমা সবাইকে ‘দায় ও দরদের সমাজ’ গঠন করার প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেছেন, মানুষের প্রতি মানুষের দরদ ছাড়া এই সমাজ নির্মাণ অসম্ভব। আমাদের এই দায়, দরদ ও বিবোচনাবোধের সমাজের দিকেই হাঁটতে হবে।
শনিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্টাটাসে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুকে উমামা লেখেন, দিনশেষে দায় ও দরদের সমাজের দিকেই আমাদের যেতে হবে। ঘৃণা, বিভাজন, হিংসা মানুষের কলবকে কালিমালিপ্ত করে ফেলে, আপনার ভিতরের আত্নাকে শুকিয়ে ফেলবে। কিন্তু মায়া-মহব্বতের কাছেই আমাদের আশ্রয় নিতে হবে।
প্রশ্ন করে তিনি বলেন, জুলাইয়ে মানুষ শুধু কি শেখ হাসিনাকে ঘৃণা করে বলেই মাঠে নেমেছিল নাকি সহ-নাগরিকের হত্যাযজ্ঞ বন্ধের জন্য নেমেছিল?
উমামা ফাতেমা আরও লেখেন, আপনি হয়তো ঘৃণার মধ্যে রাজনৈতিক সুবিধা চাষ করতে পারেন, তবে আমি দেখেছি মানুষের প্রতি মানুষের দরদ ছাড়া এই সমাজ নির্মাণ অসম্ভব। আমাদের এই দায়, দরদ ও বিবোচনাবোধের সমাজের দিকেই হাঁটতে হবে।