Image description

চট্টগ্রামের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় ছাত্র সমাবেশে যোগ দিতে ২০ বগির একটি ট্রেন ভাড়া করেছেন।

রোববার বিকাল ৩টায় ঢাকার শাহবাগে এই ছাত্র সমাবেশে যোগ দিতে সে দিন সকালে ট্রেনে করে রওনা দেবেন বিএনপির ছাত্র সংগঠনটির প্রায় দেড় হাজার নেতাকর্মী।

ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন নিয়ে বিশেষ ট্রেনটি বরাদ্দ দেওয়ার কথা বলেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক।

রোববার সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ট্রেনের ২০টি বগিতে আসন থাকছে ১ হাজার ১২৬টি।

চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল (রোববার) শাহবাগের ছাত্র সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম থেকে দুই হাজারের বেশি নেতাকর্মী ঢাকায় যাবেন। অনেকে আজ রাতেই বাসে করে রওনা দিবেন।

“আমরা রেলওয়ের কাছে আবেদন করে একটি বিশেষ ট্রেন বরাদ্দ নিয়েছি। এতে ২০টি বগি আছে। আসন আছে এগারোশর বেশি। ট্রেনে করে প্রায় দেড় হাজার নেতাকর্মী ঢাকায় যাবে। শুধু মহানগরের না উত্তর জেলা ও দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও যাবে।”

বিশেষ ট্রেনটির ভাড়া বাবদ প্রায় ১০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে জানান ছাত্রদল নেতা সাব্বির আহমেদ।

জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদল বিশেষ ট্রেনের জন্য আবেদন করেছিল। নিয়ম অনুসারে রেল ভবনের অনুমোদন নিয়ে একটি বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এর জন্য তারা ভাড়া পরিশোধ করেছে।”

এই বিশেষ ট্রেনের জন্য ঢাকা-চট্টগ্রাম পথে চলাচলকারী নিয়মিত ট্রেন চলাচলে কোন সমস্যা হবে না, বলেন তিনি।

এর আগে ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে নেতাকর্মীদের আনা-নেওয়ার জন্য চারটি ট্রেন ভাড়া করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ট্রেনগুলো রাজশাহী, সিরাজগঞ্জ, চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে ঢাকায় গিয়েছিল নেতাকর্মীদের নিয়ে। তখন রেলপথ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, চারটি ট্রেনের ভাড়া হিসেবে ৩২ লাখ টাকা পরিশোধ করেছে জামায়াত।