Image description

জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ‘জুলাই যোদ্ধারা’। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে সৃষ্টি হয় তীব্র যানজটের।

কর্মসূচিতে আন্দোলনকারীদের ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’ স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘২৪-এর চেতনা বৃথা হতে দেব না’, ‘অন্তবর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা ধরনের স্লোগান দেন তারা।

এ সময় আসিফ হাসান নামে একজন বলেন, ‘আজ জুলাই মাস চলে যাচ্ছে। এক বছর হয়ে গেলেও ঘোষণাপত্রের কোনো খবর নেই। জুলাই ঘোষণাপত্র জুলাই যুদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি। কিন্তু অন্তবর্তীকালীন সরকার আমাদের এ স্বীকৃতি দিতে চাচ্ছে না। আমরা আমাদের অধিকার আদায় করে নেব।’

আন্দোলনকারীরা বলছেন, তাদের জুলাই সনদ দিতেই হবে। এটি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। নাহলে তারা জীবন দেবেন, কিন্তু রাজপথ ছাড়বেন না। তারা শুধু গাছের ফুল দেখতে চান না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চান।