
মালদ্বীপের প্রেসিডেন্টকে জড়িয়ে ধরার আগে আপনি কি তার ধর্ম জিজ্ঞাসা করেছিলেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ জিজ্ঞাসা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি বিদ্বেষ ইস্যুতে সোমবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে ভাষা আন্দোলন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মালদ্বীপ সফরকে ঘিরে কটাক্ষ করে মমতা প্রশ্ন তোলেন বলেন, আপনি যখন মালদ্বীপের রাষ্ট্রপতিকে জড়িয়ে ধরলেন এবং ৫,০০০ কোটি টাকা সাহায্য করলেন। তখন কি আপনি জিজ্ঞাসা করেছিলেন—তিনি হিন্দু না মুসলিম? একইসঙ্গে আরব দেশ সফরের প্রসঙ্গ টেনে মমতা বলেন, শাইয়েখদের জড়িয়ে ধরার সময় কি কখনও তাদের ধর্ম জানতে চেয়েছেন?
তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্র সরকার ভাষা ও পরিচয়ের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করছে। বিশেষ করে বাংলাভাষী অভিবাসীদের নিশানা করে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
মমতা বলেন, বাংলায় আমি এনআরসি বাস্তবায়ন করতে দেব না। বাংলায় কোনও আটক শিবির গড়ে উঠতে দেব না। ভাষাগত সন্ত্রাসের নামে আমাদের অস্তিত্ব বিপন্ন করার যে ষড়যন্ত্র চলছে, তা প্রতিহত করা হবে।”