
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনারা নেতার সাথে কেউ সেলফি তুলে ফেসবুকে দিয়ে নেতা হওয়ার দরকার নেই। নেতার পিছনে না ঘুরে যোগ্যতা অনুযায়ী নিজে নেতা হোন। আমরা খবর পেয়েছি, গতকাল আমাদেরই এক সহকর্মী চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। আমি বলতে চাই, যে দলেরই চাঁদাবাজ হোক না কেনো তাকে থানায় দেবেন। আর আমার দলের কেউ চাঁদাবাজি করলে আগে আপ্যায়ন করবেন, পরে থানায় দেবেন।’
রবিবার (২৭ জুলাই) বিকেলে শেরপুর শহরের থানার মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা স্লোগান দেই না—‘নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’ একটা বিপদ আসলে বুঝা যায় কয়জন রাজপথে থাকে। ভালো সময় থাকলে কর্মীর অভাব হয় না। কিন্তু সংকটের সময় যারা রাজপথে থাকে, তারা প্রকৃত কর্মী। আমার হাজার হাজার, লাখো লাখো কর্মীর দরকার নাই। যারা সংকটকে মোকাবিলা করবে, এই কর্মীগুলো আমার প্রয়োজন। আর এই কর্মীগুলোকে নিয়েই আমরা রাজনীতি করতে এসেছি।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন অহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী,
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন।, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভা শুরুর আগে শহরের শহীদ মাহবুব চত্বর থেকে জুলাই পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে শেষ হয়। এতে সাধারণ জনগণ, এনসিপির কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।