Image description

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, পুলিশকে ব্যবহার করে যারা পাখির মতো আমাদের সন্তানদের হত্যা করে ক্ষোভের বাহিনীতে পরিণত করেছে তা আর ভবিষ্যতে হতে দেয়া হবে না। এজন্য একজন প্রধানমন্ত্রী হয়ে সব ক্ষমতা তার হাতে থাকবে, এটা আর বাংলাদেশে চলতে দেয়া হবে না।

ক্ষমতার ভারসাম্যের জন্য ৭০ অনুচ্ছেদের শৃঙ্খল বন্ধ করতে হবে। দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট করতে হবে। উচ্চকক্ষ ও নিম্নকক্ষ থাকতে হবে। সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে সাংবিধানিক পদে নিয়োগ দিতে হবে। শনিবার (২৬ জুলাই) গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন মিলগেইট নোয়াখালী সমিতি অডিটরিয়ামে অনুষ্ঠিত জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘একজন মানুষ যে ধর্মের বা গোত্রের হোক, সে ধনী হোক বা গরিব হোক, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার ও মর্যাদা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এখানে রাষ্ট্র আইন দিয়ে কোনোভাবেই নাগরিকের অধিকার ক্ষুণ্ন করতে পারবে না। ক্ষমতার কাজ হবে নাগরিকের অধিকার রক্ষা করা।’তিনি বলেন, ‘পুলিশকে ব্যবহার করে ক্ষোভের বাহিনীতে পরিণত করেছিল, পাখির মতো আমাদের সন্তানদের হত্যা করছে, এটা আর হতে দেয়া হবে না।’ গণসংহতি আন্দোলন গাজীপুর জেলা শাখার আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক রায়, জনসংহতি আন্দোলন গাজীপুর মহানগরের আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য তমিজ উদ্দিন সরকার, জাহাঙ্গীর সারোয়ারসহ শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দ।