Image description

নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কর্মসূচিতে নাশকতার চেষ্টার অভিযোগে পূর্বধলা থেকে হুমায়ুন কবির (৩৫) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

 

রোববার সকালে পূর্বধলা উপজেলার খলিশাউড় খানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হুমায়ুন কবির উপজেলার খলিশাউড় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং খলিশাউড় পূর্বপাড়া গ্রামের ছোট্টু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হুমায়ুন কবির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির নেত্রকোণা শহরের কর্মসূচিকে কেন্দ্র করে উসকানিমূলক একটি স্ট্যাটাস দেন, যেখানে নাশকতার ইঙ্গিত পাওয়া যায়। বিষয়টি নজরে আসার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পূর্বধলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোববার সকাল ১০টার দিকে তাকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়।

নেত্রকোণা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান বলেন, আজ নেত্রকোণায় আয়োজিত এনসিপির কর্মসূচি প্রতিহত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ায় হুমায়ুন কবির নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।