
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে প্রকাশ করেছেন তার ব্যক্তিগত হতাশা ও রাজনৈতিক আক্ষেপ। রবিবার (২৭ জুলাই) ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নুর লেখেন, ‘অনেক কিছু লেখার আছে, লিখতে ইচ্ছে করে, লিখতে গিয়েও কেন জানি আবার লেখা হয় না!’ এরপর আক্ষেপের সুরে তিনি বলেন, ‘ভাবি কাদের বিরুদ্ধে কী লিখবো! এটা তো হওয়ার কথা ছিলো না!’
তিনি আরও লেখেন, ‘আমরা তো নতুন কিছু চেয়েছিলাম, পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই স্রোতের বিপরীতে জীবনের ঝুঁকি নিয়ে পথ চলা শুরু করেছিলাম।’
নুরুল হক নুরের এই কথাগুলো রাজনৈতিক অঙ্গনে হতাশা, বিভাজন এবং আদর্শ থেকে সরে যাওয়ার এক স্পষ্ট ইঙ্গন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। স্ট্যাটাসে সরাসরি কিছু না বললেও জুলাই অভ্যুত্থাননের চেতনা বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গটি ইঙ্গিতে উঠে এসেছে মনে করছেন অনেকেই।
ফেসবুক স্ট্যাটাসটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেক অনুসারী মন্তব্যে তার প্রতি সহানুভূতি ও সমর্থন জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘আপনি এখনো অনেকের কাছে অনুপ্রেরণার নাম।’
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে উঠে আসেন নুরুল হক নুর। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হন তিনি। এরপর গণঅধিকার পরিষদ গঠনের মধ্য দিয়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।